করোনা আক্রান্তের খরচ বহন করবে সরকার: সূত্র
সারা বিশ্বের সঙ্গে
পাল্লা দিয়ে দেশেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্য়া এই মুহূর্তে
দেড়শো ছাড়িয়েছে। মৃত্য়ু হয়েছে তিন জনের। পরিস্থিতি সামলাতে আংশিক লকডাউন শুরু
হয়েছে দেশজুড়ে। তবুও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া।
এদিকে আজ সন্ধ্য়ায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দেশের
সকল কোরনা আক্রান্তের খরচ সরকরা বহন করতে চলেছে। জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে সেই
বার্তাই তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি,করোনা মোকাবিলায় তাঁর সরকার কি কি
পদক্ষেপ নিয়েছে তাও ভাষণে থাকবে বলে মনে করা হচ্ছে।
Comments
Post a Comment